উইন্ডোজে ফাইল ও ফোল্ডারের নাম বাংলায় লেখার পদ্ধতি

আমরা সাধারনত ফাইল বা ফোল্ডারের নাম ইংরেজীতে লিখি। তবে এগুলো চাইলে বাংলাতেও লিখতে পারেন। এর জন্য প্রথমে অভ্র নামের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। অভ্রর ডাউনলোড লিঙ্ক নিচে দেয়া আছে। এর সাথে দেয়া সব ফন্ট গুলো উইন্ডোজের ফন্ট ফোল্ডারে রাখতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার পর নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
১. প্রথমে ডেস্কটপে রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান।
২. Appearance ট্যাবে ক্লিক করুন।
৩. Advanced বাটনে ক্লিক করুন।
৪. Item বক্স থেকে Icon সিলেক্ট করুন।
৫. এবার Font বক্স থেকে Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন ।আপনি ইচ্ছে করলে ফন্ট সাইজ কম/বেশী করে পরিবর্তন আনতে পারেন।
এরপর OK ক্লিক করে প্রোপার্টিজ থেকে বেরিয়ে আসুন।
এবার যেকোন ফাইল বা ফোল্ডারের নাম লেখার সময় অভ্র চালু করে বাংলা মোড চালু করে বাংলায় নাম লিখতে পারবেন।

অভ্র ডাউনলোড :

অভ্র ৪.৫.১.০

অভ্র লেটেস্ট রিলিজড ভার্সন

আনকম্প্রেস্ড করার জন্য উইনরার এখান থেকে ডাউনলোড করতে পারেন।

মূল পোষ্ট এখানে

About সুফিয়ান আহমেদ

আমি সুফিয়ান আহমেদ। United International University (UIU) তে কম্পিউটার বিভাগে পড়াশুনা শেষ করে এখন EyHost Ltd. তে Sr. Technical Executive হিসেবে কর্মরত আছি।ব্লগিং,চ্যাটিং,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে খুবই আগ্রহী,বিজ্ঞান কল্পকাহিনী পড়তে বেশী পছন্দ করি। সকলে ভালো থাকুন, খোদা হাফেজ ।

Posted on April 9, 2011, in উইন্ডোজ and tagged , , . Bookmark the permalink. Leave a comment.

Leave a comment