আমার খুবই প্রিয় কয়েক টি গানের কথা (লিরিক্স)

১ম গানের কথা (লিরিক্স) :
# অ্যালবামের নাম : প্রত্যাবর্তন # গানের নাম : মা # কন্ঠ শিল্পী : তাহসান

গানের কথা :

তুমি একজন নিঃস্বার্থ,সত্য প্রতীমা
ভালবাসার সুবিশাল মহীমা।
তুমি একজন মমতা,
তুমি সাহস,
তুমি আশা,
পবিত্রতার একমাত্র ভাষা।
মা…..ও…………মা,
আমার ই মা ,
তুমি আমার প্রাণের প্রিয় মা।
মা….আ….মা…তুমি মা
মা…তুমি মা….মা…মা…
মা তুমি মা।
তুমি একজন নিঃস্বার্থ,সত্য প্রতীমা
ভালবাসার সুবিশাল মহীমা।
তুমি একজন মমতা,সাহস
তুমি আশা,
পবিত্রতার একমাত্র ভাষা।
মা…..ও…………মা,
আমার ই মা ,
তুমি আমার প্রাণের প্রিয় মা।।
তোমার যত্নে আমারই শৈশব
তোমার আদরে আমারই কৈশর,
অলৌকিক-অসাধারণ।
সবার চোখে আমি যাই বা হই
তোমার চোখে,তা নই।
তোমার চোখে আমি সেই শিশুটি
তোমার আদরের আমি।
মা…..ও…………মা,
আমার ই মা ,
তুমি আমার প্রাণের প্রিয় মা।।
মা………মা………তুমি……মা
মা………তুমি…..মা
মা…..মা……
তুমি মা।

২য় গানের কথা (লিরিক্স) :

# অ্যালবামের নাম : মা # গানের নাম : মা তোমায় # কন্ঠ শিল্পী : আরফিন রুমি

গানের কথা :

পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও,মাকে রাখি।
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি।
জীবনের সবখানে,সব গানে
মাকে ছাড়া,জীবনের নিলামে।
মা হীন এলোমেলে হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও…ও…হো……
মা।
মায়েরই মুখ দেখে দুঃখ ভুলি,
মায়েরই আঁচলে জীবন বুঝি।
যখনই দুরে যাই,
আড়ালে থাকি,
নিরবে চোখ মেলে মাকে খুঁজি।
দে….না….না….দে…..না…না…আ…..
দে…আ……দে……না…….
দে……আ…..আ………….
মায়েরই পায়েতে স্বর্গ আছে,
স্বর্গ খুঁজিনা তাই অন্যখানে।
মায়েরই কারনে বাঁচতে শেখা
দু চোখে মা,তুমি
জগৎ জানে।
ও…..মা….মা……আ…..
ও…..মা….মা……আ…..
পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও,মাকে রাখি।
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি।
জীবনের সবখানে,সব গানে
মাকে ছাড়া,জীবনের নিলামে।অ্যালবামের নাম : প্রত্যাবর্তন
মা হীন এলোমেলো হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও…ও…হো……
মা।
মা…..আ….না…….আ….
ও…মা….আ….মা….
মা..আ….আ…..ও….আ….আ।

৩য় গানের কথা (লিরিক্স) :

# ছবি/অ্যালবামের নাম : অটোগ্রাফ # গানের নাম : বেঁচে থাকার গান # কন্ঠ শিল্পী : রূপম ইসলাম

গানের কথা :

যদি কেড়ে নিতে বলে
কবিতা ঠাসা খাতা,
যেন কেড়ে নিতে দেব না।
যদি ছেড়ে যেতে বলে
শহুরে কথকতা,
যেন আমি ছাড়তে দেব না।।
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি,
ঘিরেছে আমাদের রোজ।
আর আমি আমি জানি জানি,
প্রতিরাতে হয়রানি,
হারানো স্বপ্নের খোঁজ।
আর এভাবেই নরম বালিশে
তোমার ঐ চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান,
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে,
মুখে থাক রাতপরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।
ও…য়ে…ও..ও….হা…
যদি নিমেষে হারালে,
জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেব না।
যদি বেচে দিতে বলে,
শিকড়ে বাঁধা মাটি
যেন আমি বেচতে দেবো না।
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি,
ঘিরেছে আমাদের রোজ।
আর আমি আমি জানি জানি,
প্রতিরাতে হয়রানি,
হারানো স্বপ্নের খোঁজ।
আর এভাবেই নরম বালিশে
তোমার ঐ চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান,
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে,
মুখে থাক রাতপরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।
আর
আমি আমি জানি জানি……….১৩ বার।

৪র্থ গানের কথা (লিরিক্স) :

# ছবি/অ্যালবামের নাম : চলো পাল্টাই # গানের নাম : বাড়িয়ে দাও # কন্ঠ শিল্পী : অনুপম রায়

গানের কথা :

বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
কিভাবে কাঁচের দেয়াল,
যেন আটকে থেকে যায়
কক্ষনো ফুরায় কথায়।
অনেক সন্ধ্যাবেলায়,তোমার ক্লান্ত চুলের হাত,
ছোঁয়াও আমার মাথায়।
এখন, কৃষ্ণচূড়ার আলো…
আমাদের রাস্তা সাজানো
ও…ও….হো…হো…
তোমার পাশেই আমায় পাবে,
তমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
মনের ভেতর ঘরে,
কিছু পাথর জমানো
ভাঙতে চাইছি যখন।
পাহাড়,বরফ ঢেলে মুহূর্ত গলানো
হয়তো যাবে তখন।
এখন, কৃষ্ণচূড়ার আলো…
আমাদের রাস্তা সাজানো
ও…ও….হো…হো…
তোমার পাশেই আমায় পাবে,
তমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।

৫ম গানের কথা (লিরিক্স) :

# ছবি/অ্যালবামের নাম : চলো পাল্টাই #গানের নাম : ভূল করেছি # কন্ঠ শিল্পী : রাঘব চ্যাটার্জী

গানের কথা :

রং মশাল,
আমিও পুড়ে যাবো এইভাবে
এই আলো কতদুর পৌছবে?
মুখচোরা,
আমিও জানি চোখ এড়াতে
খুঁজতে বেড়াই ঘুম,
সেই মাঝরাতে।।
মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ,
কেউ বোঝেনা।
ভূল করেছি,ভূল করেছি
আমি জানি।
কেউ বুঝবেনা,
এই বুক জুড়ে কতক্ষানি।
তাই তোদের গায়ে,
আঁচড় লাগার ভয়টা ভীষন পাই।
ভাবতে পারি না।।।।
রাস্তাপার,
পারেনি করতে,দু পা আমার।
চিন্তাগুলো,
ভাষা পাইনি আর।
যা-কিছু
ভেবেছি আমি জীবনে,
তোদের কথাই প্রথম এই মনে।
মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ,
কেউ বোঝেনা।
ভূল করেছি,ভূল করেছি
আমি জানি।
কেউ বুঝবেনা,
এই বুক জুড়ে কতক্ষানি।
তাই তোদের গায়ে,
আঁচড় লাগার ভয়টা ভীষন পাই।
ভাবতে পারি না।।।।

বিঃদ্রঃ লিখার মধ্যে ভূল-ত্রুটি থাকলে,
অনুগ্রহ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

About সুফিয়ান আহমেদ

আমি সুফিয়ান আহমেদ। United International University (UIU) তে কম্পিউটার বিভাগে পড়াশুনা শেষ করে এখন EyHost Ltd. তে Sr. Technical Executive হিসেবে কর্মরত আছি।ব্লগিং,চ্যাটিং,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে খুবই আগ্রহী,বিজ্ঞান কল্পকাহিনী পড়তে বেশী পছন্দ করি। সকলে ভালো থাকুন, খোদা হাফেজ ।

Posted on March 11, 2011, in অন্যাণ্য and tagged . Bookmark the permalink. Leave a comment.

Leave a comment